PODOPHYLLUM

PODOPHYLLUM

Ingredients

নতুন এবং পুরাতন পেটের গীড়া; ডায়রিয়া এবং আমাশয়ে কার্যকরী। শিশুদের পেটের পীড়া বিশেষ করে গ্রীষ্মকালীন ও দাঁত উঠার সময় এবং বড়দের ক্ষেত্রে গ্রীষ্মকালীন প্রচুর অম্লস্বাদযুক্ত সতেজ ফল ভক্ষণ ও খাদ্যে বিষক্রিয়ার ফলে সৃষ্ট উদরাময়, সবুজাভ দূর্গন্ধ বিশিষ্ট পানির মত তরল মল যা তীব্র বেগে প্রচুর বায়ুসহ নির্গমন হয়, পেটে মোঁচড়ানো ব্যথা ও গুড়-গুড় শব্দ, প্রচুর অবসাদগ্রস্ততা, বমি এবং উদগারভাব, গ্রচুর পানি পিপাসা ইত্যাদি লক্ষণে গডোফাইলাম কার্যকর। এছাড়াও পর্যায়ক্রমিক কোষ্ঠকাঠিন্যসহ পুরাতন উদরাময়েও ইহা ব্যবহৃত হয়।

Indication

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন । সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিন।

Pack Size

১০০ মি: লি:

Dosage & Administration

প্রাপ্ত বয়স্ক ১চা-চামচ ও শিশুদের ক্ষেত্রে ১/২ চা-চামচ পানিতে মিশিয়ে দৈনিক ৩বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

Location of Action

পাকস্থলী ও ক্ষুদ্রন্ত