
NUX VOMICA
Ingredients
নাক্স ভমিকা অজীর্ন, বদহজম ও কোষ্ঠকাঠিন্যসহ পেটের যাবতীয় পীড়ায় অত্যন্ত ফলপ্রদ। বিশেষ করে পেট ফাঁপা, পেট ব্যথা, বদহজম, উদরাময়, সাধারণ ও পুরাতন আমাশয় এবং রক্ত আমাশয়, কোষ্ঠবদ্ধতা, অবিরাম জ্বর, কাশি, বাত, অনিদ্রা ইত্যাদি রোগেও ব্যবহার করা যায়।
Indication
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন। সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিন।
Pack Size
১০০ মি: লি:
Dosage & Administration
প্রতিদিন ৩ বার ১/২ থেকে ১ চা-চামচ সরাসরি বা পানির সহিত আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Location of Action
মেরà§à¦¦à¦¨à§à¦¡ ও মসà§à¦¤à¦¿à¦·à§à¦•ের নিমà§à¦¨à¦¸à§à¦¥ সà§à¦¨à¦¾à§Ÿà§à¦¤à¦¨à§à¦¤à§à¦° ও পরিপাকতনà§à¦¤à§à¦°à¥¤